রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর সভায়‘ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে’এলইডি টিভি ও কম্বল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ

0
107

আজিজুল কদির চট্টগ্রাম :

নগরীর শীতল ঝর্ণায় আগামী ১৪ নভেম্বর দুপুরে ‘বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে’ একটি এলইডি টেলিভিশন এবং কম্বল বিতরণসহ বৃদ্ধাদের শারীরিক যতে পুষ্টিবিষয়ক পরামর্শ এবং আগামী ১৫ নভেম্বর বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে পাহাড়তলী বিশ^বিদ্যালয় কলেজে দিনব্যাপী শিক্ষার্থীদের জন্য পুষ্টি বিষয়ক সেমিনারের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ৮৯৩ তম নিয়মিত পাক্ষিক সভা সম্পন্ন হয়।


১৩ নভেম্বর নগরীর হালদি রেস্তোরায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতারের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চালনায় এতে অন্যদের আলোচনায় অংশ নেন-ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাস জয়, পিপি কামরুল ইসলাম, পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ট্রেজারার পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. মিজানুর রহমান, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার প্রমুখ। ইনভোকেশান পাঠ করান রোটারিয়ান নিলুফার আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি জয় দেব চন্দ্র দাস জয়।
সভায় নতুন সদস্য হিসেবে অনুভূতি ব্যক্ত করেন রুপালী ব্যাংক চট্টগ্রামের ডিজিএম মো. শাহজাহান চৌধুরী, অনলাইন এক্টিভিস্ট ও নারীনেত্রী সুচিত্রা গুহ টুম্পা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা রাজীব চৌধুরী। সভায় আগামী ২৮ নভেম্বর ক্লাবের চার্টার নাইট-এর বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here