যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৪ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রিডেটর সিরিজের নতুন ছবি ‘দ্য প্রিডেটর’। একই সঙ্গে আগামীকাল ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।
মারকুটে এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক, ট্রেভান্ট রোডস, জ্যাকব ট্রেম্বলে, অলিভিয়া মান, থমাস জেইন, আলফি অ্যালেন, স্টার্লিং কে ব্রাউনসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক শেইন ব্ল্যাক।
জনপ্রিয় প্রিডেটর সিরিজের যাত্রা শুরু হয়েছিল তিন দশকের বেশি সময় আগে। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিলো প্রথম ছবি ‘প্রিডেটর’।
বিজ্ঞান কল্পকাহিনীধর্মী এ সিনেমার প্রধান অভিনেতা হলিউডের ডাকসাইটে তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। ছবিতে দুর্দান্ত অ্যাকশন দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন শোয়ার্জনেগার। বক্স অফিসে বাজিমাত করেছিলো সিনেমাটি। এরপর একে একে বের হয় এই সিরিজের আরও দুইটি ছবি।
এবার আট বছর পর দর্শকদের সামনে আসছে সিরিজের চতুর্থ ছবি ‘দ্য প্রিডেটর’।