আশরাফুল ইসলাম আকাশ:- টোকাইদের গল্প অবলম্বনে নির্মিত শর্ট ফিল্ম ‘ঢাকার টোকাই’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সালেহ আহাম্মেদ মনা। শর্ট ফিল্মটিতে সহকারী পরিচালক ছিলেন শাহজাহান খান ও নিলা। অভিনয় করেছেন আহাসানুল হক মীনু ও সুমোনা সোমা, সাজিদ, নবাগত কাজল ও সালেহ আহাম্মেদ মনা।
পরিচালক সালেহ আহম্মেদ বলেন: শর্ট ফিল্মটি মূলত টোকাইদের জীবন কাহীনি নিয়ে গড়া। সমাজের প্রভাবশালী ধনী লোকরা পারতো তাদের যাকাতের টাকা দিয়ে একটি মানুষকে বাচাঁতে, বেচেঁ যেতো একটি পরিবার। কিন্তু তারা যাকাতের অর্থগুলো মানুষকে লাইনে দাড় করে হাতে ১০০ টাকা ধরিয়ে দেয়। যে খবর পেয়ে অসহায়, দরিদ্র মানুষ ছুটে যায় যাকাতের মাল নিতে। এত ভীরের মধ্যে অসহায় মানুষগুলো চাপা খেয়ে মারা পড়েন। গল্পটির কাহিনী এভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে।
শর্ট ফিল্মটি অতি শীঘ্রই দেখতে পাবেন Pipra production নামক ইউটিউব চ্যানেলে।