আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা

0
1402

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। নতুন বছর কাটুক আপনাদের আনন্দ বিনোদন পরিবারের সাথে।

২০১৮ সালের প্রহর কাটিয়ে চলে এলো নতুন আরেকটি সাল ২০১৯। সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। হয়ত সেভাবেই অনেক উত্থান পতনের মধ্য দিয়েই শেষ হলো আপনার ২০১৮ সাল। ইংরেজি নতুন বছরকেও বরণ করতে ভুলিনা আমরা। কারণ, জীবনের প্রতিদিনের হিসেব রাখি তো আমরা ইংরেজি বছরকে মাথায় রেখেই। তাই নতুন আরেকটি বছরকে ঘিরে কত পরিকল্পনা, আশা ভরসার বিষয় জড়িয়ে থাকে।