জুলি চরিত্রে দেখা যাবে তাকে

0
1116

নিউজ ডেস্ক:- ধারাবাহিক নাটক ‌‌‌‍‘জুলি বিউটিফুল’ এর প্রধান চরিত্রেই এমন দৃশ্য দেখা যাবে। বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে জুলি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

মিলন বলেন, গল্পে আমি আর ঊর্মিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি। ঊর্মিলার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ ঊর্মিলার বাবা তার বিয়ে ঠিক করে। কোনো উপায় না পেয়ে বিয়ে ভাঙার জন্য মেয়ে সেজে আমি তাদের গ্রামে যাই।

তিনি আরো জানান, এই গেটআপে দর্শক আমাকে কমপক্ষে ৫২ পর্ব পর্যন্ত পাবে। কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ এর আগে দর্শক আমাকে এমন চরিত্রে দেখেনি। সবাইকে চমকে দিতেই এই চেষ্টা।’

‘জুলি বিউটিফুল’ ধারাবাহিকটি খুব দ্রুতই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।