ভালোবাসা দিবসে আনন্দ বিনোদনের প্রথম ভিজুয়্যাল প্রোডাকশন

0
1489

নিউজ ডেস্ক:- ইউটিউব চ্যানেলের জন্য ‘আনন্দ বিনোদন’ নিজস্ব প্রোডাকশনের প্রথম গানের মিউজিক ভিডিও ‘আকাশ সে দিন’ ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেল ‘আনন্দ বিনোদন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটিতে কন্ঠ দিয়েছেন অষ্ট্রেলিয়া প্রবাসী কন্ঠশিল্পী রাজিত এবং বিখ্যাত ছড়াকার ব্রত রয় এর সহধর্মীনি মধুমিতা মৌ। গানের কথা লিখেছেন সামরিন শিরিন, সুর করেছেন রাজিত এবং সংগীত পরিচালনা করেছেন শান। পান্থপথ এর একটি রেকর্ডিং স্টুডিও এবং ধানমন্ডি লেকের মনোরম পরিবেশে গানটির দৃশ্যায়ন ধারন করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মানে কারিগরি সহযোগিতায় ছিলো পিপঁড়া প্রোডাকশন, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন ‘আনন্দ বিনোদন’ এর সম্পাদক এস.এ.এম সুমন। সম্পাদনায়- এইচ আর লিটন খান এবং ডি ও পি তে রাসেল তুষার। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাহবুব মিনেল।

মাহবুব মিনেল মূলত একজন সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী। তাকে গানটির ভিডিও নির্মাণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, আসলে আমি গানের মানুষ। কিন্তু দীর্ঘদিনের টিভি মিডিয়া ও বেশ কিছু প্রোডাকশন হাউসে ক্যামেরার পেছনে কাজের অভিজ্ঞতা রয়েছে। আর এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দর্শক শ্রোতাদের চাহিদা পূরণের জন্যই আসলে মিউজিক ভিডিওটি নির্মান করেছি। আশা করছি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।