আনন্দ বিনোদন ডেক্সঃ পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে আজ ১ আগষ্ট ফুলবাড়িয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এস এ এম সুমন’র সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান রায়হান। সভাপতি তার বক্তব্য বলেন, আমরা দীর্ঘদিন ধরে সবুজ বাঁচাতে আন্দোলন করে আসছি। এক সময় কালিয়াকৈর উপজেলায় সবুজের অভয়ারণ্য ছিল। বর্তমান সময়ে সম্প্রসারণশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে যত্রতত্ত্ব শিল্প কলকারখানা গড়ে উঠেছে। যার ফলে সবুজায়নের পরিমাণ এখন নেই বললেই চলে। আমাদের সংগঠনটি শুরু থেকেই বৃক্ষরোপণের উপরে জোর দিয়ে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হলো।
প্রধান অতিথি বলেন, ভূমি দস্যুদের ফলে সবুজয়ান ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে একটুও সবুজ অবশিষ্ট থাকবে না। যা আমরা হতে দিতে পারি না। এলাকার অধিকাংশ খাল ও নদী দখল দূষণে জর্জরিত। আগামীতে ব্যাপকভাবে সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরীর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি খোরশেদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।