খোন্দকার এরফান আলী বিপ্লব:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে “স্বাধীনতার ৫২ বছর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ”-শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদিব্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ স ম আরেফিন সিদ্দিক। এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া, আরকাইভস ও গ্রন্থগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র গবেষক, লেখক, শিক্ষক মঈনুদ্দীন খালেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ফারহানা রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবর্গ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিভিন্ন কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করেন।
উল্লেখ্য যে,এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।