
বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৯ আগস্ট, শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনে।
ঐতিহ্যবাহী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে নির্মিত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে দুপুর থেকেই ভিড় করেন হাজারো দর্শক। অনুষ্ঠানস্থল ছাড়াও আশপাশের এলাকা ও বাড়িঘরের ছাদে দাঁড়িয়ে উপভোগ করেন অসংখ্য মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও দর্শকের উচ্ছ্বাস কমাতে পারেনি।
এবারের ‘ইত্যাদি’তে থাকছে দুটি গান। একটি ভোলা জেলাকে ঘিরে পরিচিতিমূলক গান, অন্যটি পরিবেশন করেছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। দর্শকপর্বে নির্বাচিত তিনজন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে।
বিশেষ প্রতিবেদনে স্থান পেয়েছে ভোলার গর্ব এভারেস্টজয়ী এম এ মুহিতের সাক্ষাৎকার, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষকেন্দ্রিক ব্যবসা, জেলেদের জীবনের করুণ কাহিনি এবং ভোলার বিভিন্ন উপজেলাকে ঘিরে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা। বিদেশি প্রতিবেদনে থাকছে চীনের সামার প্যালেস।
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, পৃষ্ঠপোষক কেয়া কসমেটিকস লিমিটেড।
আপনার মতামত লিখুন :