অলিভ আহমেদ এর প্রযোজনায় এক ডজন প্রডাকশন, শেষ হলো “ব্লক” নাটকের শুটিং

0
650

আনন্দ বিনোদন ডেস্ক :

প্রায় ৫০ টারও বেশি গল্প থেকে বাছাই করে ১২টা গল্প নিয়ে কাজ শুরু করেছেন প্রযোজক অলিভ আহমেদ, তারই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই শুরু হয় “ব্লক” নাটকের শুটিং, নাটক গুলোর পরিচালক আলম আসাদ ঈদুল আজহা কে সামনে রেখে নির্মাণ করছেন নাটকটি।
পরিচালক বলেন, বর্তমান সময়ের ছেলে মেয়েরা নিজেকে প্রতিষ্ঠিত না করে, বড়লোক প্রেমিক-প্রেমিকার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হতে চায় এবং অতঃপর বিড়ম্বনা। এই হাস্যরসিক নাটকটি লিখেছেন আশরাফ উল আলম আর অভিনয় করেছেন আরিফুল ইসলাম, ফাহিম মালেক ইভান, নামিরা আহমেদ, সুমনা সোমা, সাফিজ মামুন হস আরো অনেকে। প্রযোজক অলিভ আহমেদ বর্তমানে বাংলাদেশি আমেরিকান প্রবাসীদের নিয়ে বেশ কিছু প্রোডাকশন ইতিপূর্বে সম্পূর্ণ করেছেন, এর মধ্যে এস এ হক অলিকের শত ডলার, মা এখন আমেরিকায়, রওনক হাসান ও নোভা অভিনীত এক ঘণ্টার শাস্তি, মিলা হোসাইন-এর রাত সহ ১০টি মতো খন্ড নাটক এর কাজ।