সৈয়দ রমজান আলী : “বাংলাদেশ উৎসব ২০২১” শিরোনামে আগামী ১৪ নভেম্বর, রবিবার, বাংলার একঝাঁক উজ্জল নক্ষত্র নিয়ে আমেরিকার মাটিতে এক বর্নাঢ্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ইনক, ইউ,এস এ। অনুষ্ঠানটির জন্য স্থান নির্ধারন করা হয়েছে হোটেল রক ভিলে, রেডিসন। উৎসবের শোভা বর্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিয়ান জেই ফিল্ডম্যান, সিনেটর, ম্যারিল্যান্ড স্টেট সিনেট, ইউ এস এ। একের পর এক চোখধাঁধানো ও জমকালো পারফর্মেন্সে দর্শকদের যারা মাতিয়ে রাখবেন তারা হলেন গায়িকা সঞ্চি মুখার্জি, গায়ক চন্দন চৌধুরী, গায়ক রাজিব, গায়িকা মারিয়াম মারিয়া, গায়িকা কাবির রোজি, গায়ক জিহান, গায়িকা ত্রিনিয়া হাসান, গায়ক সারোয়ার মিয়া, গায়িকা শম্পা জামান, গায়ক অনিক, গায়ক কায়সার ও নৃত্যশিল্পী ওয়াজিহা ইশরাক ইমা। বিনোদন-প্রেমি দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে গাড়ি পার্কিং সহ বিনামুল্যে প্রবেশ এবং বাচ্চাদের জন্য বিনামূল্যে টয়েজের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের ব্যাপারে উৎসবের প্রেসিডেন্ট, জাহাঙ্গীর কবির বাবলুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি আমাদেরকে জানান ” আমাদের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে. আমরা আশা করছি, একটু ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেবার।” উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে “আনন্দ বিনোদন” ও “সঠিক নিউজ”। অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে চ্যানেল ৫২ তে।