ইসমত জেরিন পাপ্পী সংগীতের আকাশে এক নতুন তারা

0
1154

এস আহমেদ মনা: ইসমত জ‌েরিন (পাপ্পী) ছ‌োটব‌েলা থ‌েকেই চনচল ছটফট‌ে স্বভাব‌ের। বাবার বাড়‌ি পাবনা জ‌েলার ঈশ্বরদী শহর‌ে হল‌েও তার ব‌েড়ে ওঠা ঢাকায়। মা হ‌িমা হক জ‌োয়ারদ্দার গান‌ের প্রত‌ি ভীষন অনুরাগী। মায়‌ের ইচ্ছাক‌ে পূরণ করত‌েই মায়‌ের হাত ধর‌েই তার হাত‌খড়‌ি। এরপর প্রাত‌িষ্ঠান‌িক ভাব‌ে “ল‌োকমান ফক‌ির সংগীত” একাড‌েমির মাধ্যম‌ে এই পথচলা শুরু কর‌েন এবং শ‌িশু শীল্প‌ি হিস‌েবে বাংলাদ‌েশ টেলিভিশন ও ব‌েতার এ ত‌িনি গান পর‌িবেশন করত‌েন। গান‌ের পাশাপাশ‌ি প্রাত‌িষ্ঠান‌িক শ‌িক্ষও শ‌েষ কর‌েন। ত‌িনি‌ ইড‌েন মহ‌িলা কল‌েজ থ‌েকে‌ ব্যবস্থাপনা ব‌িভাগ‌ে MBA সম্পূর্ন কর‌েছ‌েন।