অস্কার পেতে যাচ্ছেন কিংবদন্তী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ‘সিসিলি টাইসন’

0
1171

 আজ ঘোষণা করা হয়েছে ২০১৯ অস্কারের সম্মানসূচক প্রার্থীর নাম। অবশেষে অস্কার পেতে যাচ্ছেন কিংবদন্তী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী এবং ফ্যাশন মডেল সিসিলি টাইসন। বিনোদন শিল্পে তার অবদানের জন্য সম্মানসূচক অস্কার পাচ্ছেন ৯৩ বছর বয়সী এই অভিনেত্রী। এর আগে ১৯৭৩ সালে ‘সাউন্ডার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যেও তাকে মনোনীত করা হয়েছিলো। একাডেমির সভাপতি জন বেইলি এক বিবৃতিতে বলেন, ‘বোর্ড অব গভর্নরসের কাজগুলোর মধ্যে সবচেয়ে আনন্দদায়ক কাজ হচ্ছে প্রতি বছর সম্মানসূচক পুরষ্কার দেবার জন্য কাউকে বাঁছাই করা।’ ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে অস্কার।