সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু

0
1252

এস.এ.এম সুমন-

আর বেশি কাদালে

উড়াল দিব আকাশে

গিটার সম্রাট আইয়ুব বাচ্চু সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হলে পরে স্কয়ার হসপিটালে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
আনন্দ বিনোদন পরিবার গভীরভাবে শোকাহত।