
বাবা নিকোলাসকে নিয়ে ছেলে বলেন, গত আগস্ট মাসে বাবা ৯০তম জন্মদিন উদযাপন করেছেন। তিনি একজন প্রকৃত বাবা ছিলেন। নিকোলাস রোগ পরিচালিত সিনেমায় অভিনয় করে জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা মিক জাগের ও ডেবিড বই খ্যাতি পেয়েছেন।
নিকোলাস রোগের উল্লেখযোগ্য সিনেমা-‘পারফরমেন্স’, ‘ওয়াকঅ্যাবাউট’, ‘কোল্ড হ্যাভেন’, ‘ডোন্ট লুক নাও’ ইত্যাদি।