উইল স্মিথ-ঐশ্বরিয়া হলিউডের নতুন জুটি

0
1046

 উইল স্মিথ হলিউড অভিনেতা । অনেক আগে থেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার পরিচয়। এ অভিনেতা জানিয়েছেন, সাবেক এই মিস ওয়ার্ল্ডের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চান তিনি।

স্মিথ বলেন, ‘বলিউড সিনেমায় নাচের দৃশ্যে অভিনয় করার ইচ্ছে আমার রয়েছে। ১৫ বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে আমার পরিচয় হয়। তার সঙ্গে কিছু একটা করার বিষয়ে আলাপচারিতা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। সম্ভবত আমি তার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করব।’ গত শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০১৮’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উইল স্মিথ। সেখানে অভিনেতা ফারহান আখতারের সঙ্গে কথোপকথনের সময় এ কথা বলেন এই মার্কিন অভিনেতা।

উইল স্মিথ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-আলী, দ্য পারসুইট অব হ্যাপিনেস, মেন ইন ব্ল্যাক, ইন্ডিপেনডেন্ট ডে, আই অ্যাম লিজেন্ড, সুইসাইড স্কোয়াড ইত্যাদি। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আলী সিনেমাটি তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে মনে করেন স্মিথ। এ অভিনেতা বলেন, ‘মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় আমার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। এটি আমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে।’