করোনা আক্রান্ত শাহরুখ খান ও ক্যাটরিন কাইফ

0
620

আনন্দবিনোদন :  কিং খান খ্যত বলিউড তারকা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ কভিড১৯ এ আক্রান্ত, এমনটাই বলিউড সূত্রে খবর। যদিও শাহরুখ বা ক্যাটরিনার তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে দু’জনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বর্তমানে তাঁরা আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কাপুর। সূত্রের খবর, এঁদের প্রত্যেকেরই মৃদু উপসর্গ রয়েছে। ইতিমধ্যে তৎপর হয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। একটি স্টুডিও, যারা বিভিন্ন পার্টির আয়োজন করে, তাদের এখন আর কোনও পার্টি আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালে মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’। এছাড়াও ছবিটিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম। রাজকুমার হিরানি ‘ধুনকি’ এবং অ্যাটলির ‘জওয়ান’ ছবিতেও অভিনয় করবেন ‘কিং খান’।