কোকোলা নুডলস্ বিজ্ঞাপনের মডেল হলো এ্যাঞ্জেলিনা শামীমা

0
788

সৈয়দ রমজান আলী : নির্মাতা কাজী ইলিয়াস কল্লোল এর পরিচালনায় কোকোলা নুডলস্  এর বিজ্ঞাপনের কাজ সম্প্রতি শেষ হলো। এতে মডেল হিসেবে কাজ করেছেন  শাহরিয়ার নাজিম জয়, এ্যাঞ্জেলিনা শামীমা, শেখ স্বপ্না ও শিশু শিল্পী বৃন্দ।ডিওপি তে ছিলেন হীরা আজাদ,মেকাপ মানিক, এডি সুমন রহমান,  ঢাকায় উত্তরা প্রিয়াংকা শুটিং হাউজ বিজ্ঞাপনচিত্রটি কাজ সম্পুর্ণ হলো কোকোলা নুডলস্ এর বিশেষ অফার। বিশেষ সাশ্রয় মূল্যে কন্টেইনার ভর্তি কোকোলা নুডলস্। কন্টেইনারের ভেতরে থাকছে একটি লাক্স বিউটি সোপ ফ্রি। সেজন্য ইউনিলিভার থেকে স্পেশাল অনুমোদন পেয়েছে কোকোলা কোম্পানি। তাই এই বিজ্ঞাপনচিত্রটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যেখানে শাহরিয়ার নাজিম জয় ও এ্যাঞ্জেলিনা শামীমা কোকোলা নুডলস্ ও লাক্স সাবানের প্রমোটার মডেল হিসেবে কাজ করে বর্তমানে বিজ্ঞাপনচিত্রটির এডিটিং চলছে। আগামী ফেব্রুয়ারীর শুরু থেকেই সকল টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here