জমকালো আয়োজনের মধ্যেদিয়ে শেষ হলো আক্কেল আলী উচ্চবিদ্যালয় প্রাক্তন ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩

0
845

আনন্দ বিনোদন ডেস্ক  ফুলবাডীয়া ইউনিয়নে অবস্থিত-  ছায়া সুনিবীর পরিবেষ্ঠিত  “ ষড়ঋতু ভিলেজ” এ জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়ে  গেল ,অবসর প্রাপ্ত শিক্ষক  ও সাবেক শিক্ষকদের নিয়ে আক্কেল আলী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরদের  মহা মিলন মেলা “পুনর্মিলনী” অনুষ্ঠান ২০২৩। উক্ত অনুষ্ঠান সকাল ৯:৩০ মিনিটে  উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে বিরামহীন চলে রাত ৭টা পর্যন্ত । উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, আতোয়ার রহমান দুলাল  , অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক মাস্টার , প্রাক্তন ছাত্র আমাদের সর্বজন প্রিয় জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী, ( পরিচালক- পাবলিক সার্ভিস কমিশন)। সকল শিক্ষক মন্ডলি, প্রাক্তন সকল ছাত্র/ছাত্রী ও আয়োজক বৃন্দ ।আয়োজনে ছিলো সকালের নাস্তা, মজাদার  মধ্যাহ্ন ভোজন, রেফেল ড্র’র ১৬ টি আকর্ষনীয় পুরষ্কার, সবার জন্য গিফট বক্স, শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ পর্ব , বিকেল তিন টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব, এই পর্বে  স্টেজ মাতাতে আসেন  ক্লোজ আপ ওয়ান এর সেরা কন্ঠ শিল্পী সানিয়া সুলতানা লিজা, এবং পাওয়ার ভয়েজের রিয়াজ মাহমুদ,   আরো আন্যান্য স্থানীয়  শিল্পী বৃন্দ। ।  উক্ত অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম পরিবেশ করবেন এ,টি,এন বাংলা। অনুষ্ঠানের আয়োজক ১৯৯০ থেকে ২০২২ ব্যচের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে রাফেল ড্র পুরষ্কার স্পন্সরস করেছেন  সাবিহা আক্তার বিউটি -৯২ ব্যাচ

টি শার্ট  স্পন্সর করেছেন- মো: খালিদ সাইফুল্লাহ্ ও ৯২ ব্যাচ ,ম্যগাজিন পার্টনার -পাক্ষিক আনন্দ বিনোদন,

আইটি পার্টনার – এসকে আইটি সিও শামীম সরকার , পৃষ্ঠপোষকতায় ছিলো  – AKON’s FOUNDATION ।

আয়োজক কমিটি হিসেবে ছিলেন।

আহবায়ক বাবুল সিকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম আঁকন , যুগ্ন আহবায়ক  এস.এ.এম সুমন সরকার ( সম্পাদক,আনন্দন বিনোদন ম্যাগাজিন ), সিরাজুল ইসলাম রতন, জাহাঙ্গীর আলম স্বপন, এমারত হোসেন, সাবিনা ইসলাম সীমা, উজ্জ্বল সরকার, যুগ্ন সচিব হিসেবে ছিলেন -জহিরুল ইসলাম মাষ্টার , রনি ইসলাম, জুলফিকার আহম্মেদ, রুমেন রুমান, দেওয়ান আসাদুজ্জামান লিটন, সার্জেন্ট  মোসলেম উদ্দিন, মোতাহার হোসেন, টিপু হাসমী সহ আরো অনেকেই।

তত্বাবধায়ক হিসেবে ছিলেন – সবার প্রিয় মানুষদ্বয়- জনাব- আবু সাঈদ রেজা ও আনোয়ার পারভেজ ।

উক্ত স্কুল প্রতিষ্ঠার  ৫৪ বছরের মধ্যে এই প্রথম এই ধরনের মহামিলন অনুষ্ঠিত হওয়ায় প্রাক্তণ প্রতিটি  ছাত্র ও শিক্ষকদের মধ্যে ছিলো প্রাণোচ্ছাসের ঢেউ । দীর্ঘ বছর পর গ্রুপে গ্রপে আড্ডায় আড্ডায় মেতে একে অপরের সাথে শৈশ্ববের নানা স্মৃতি বিনিময় করেন , এমন আড্ডা, মন বিনিময় যেন প্রায় ভুলেই গিয়েছিলো খাবারের কথা, খেলাধূলার কথা ।

পরিশেষে – সময় সংকীর্ণতার কারণে দ্রুত অনুষ্ঠান শেষ করে ভবিষতে আরো এমন সুন্দর প্রোগ্রামের আহবান জানিয়ে অনু্ষ্ঠান শেষ করেন – আহবায়ক জনাব, বাবুল সিকদার ।

জমকালো আয়োজনের মধ্যেদিয়ে শেষ হলো আক্কেল আলী উচ্চবিদ্যালয় প্রাক্তন ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here