আগামী ১৮ ফেব্রুয়ারী গান গাইতে গাজীপুর ষড়ঋতু ভিলেজে যাচ্ছে ক্লোজ আপ ওয়ান এর লিজা

0
531

আনন্দ বিনোদন ডেক্সঃ  আগামী ১৮ ফেব্রুয়ারী আক্কেল আলী উচ্চবিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী ও সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে আছে সকালে নাস্তা, দুপুরের মধ্যাহ্ন ভোজন, রেফেল ড্র তে ২০ টি পুরষ্কার, সবার জন্য গিফট বক্স।  বিকেল চারটায় জমকালো অনুষ্ঠান গানের পর্ব এই পর্বে থাকছে স্টেজ মাতাতে  ক্লোজ আপ ওয়ান এর সেরা কন্ঠ শিল্পী  সানিয়া সুলতানা লিজা, ও আরো আন্যান্য শিল্পী বৃন্দ স্থান,  ষড়ঋতু ভিলেজ  ফুলবাড়িয়া, কালিয়াকৈর, গাজীপুর। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  সাবেক শিক্ষক ও মৃত শিক্ষক পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে উক্ত প্রতিষ্ঠানের ১৯৮৫ ব্যচের প্রাক্তন ছাত্র  জনাব, মো: আজিজুল ইসলাম  পরিচালক( প্রশাসন ) যুগ্ন সচিব-বি,আর ,টি এ । কালিয়াকৈর উপজেলা ইউএনও  জনাব, তাজওয়ার আকরাম  সাকাপি ইবনে সাজ্জাদ সাহেব  অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন  জনাব এ্যাডভোকেট শাহ আলম সরকার, চেয়ারম্যান ১ নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ।   জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী, পরিচালক- পাবলিক সার্ভিস কমিশন  (পিএসসি) । জনাব মোঃ নাছির উদ্দিন সরকার  সাবেক সদস্য জেলা পরিষদ, গাজীপুর জেলা ও সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ, জনাব আব্দুর রাজ্জাক মাষ্টার, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়িয়া ইউনিয়ন শাখা। প্রফেসর আব্দুল হাকিম মিয়া, সাবেক চেয়ারম্যান ১ নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ। প্রফেসর মফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ও সাবেক প্রভাষক বঙ্গ তাজ কলেজ। প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, হাফিজ উদ্দিন সরকার কলেজ, প্রধান শিক্ষক আতোয়ার হোসেন দুলাল, আক্কেল আলী উচ্চবিদ্যালয়।  জনাব মোহাম্মদ সেলিম রেজা জিএম, বাডর্স গুরুপ ।

উক্ত অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম পরিবেশ করবেন এ,টি,এন বাংলা অনুষ্ঠানের আয়োজক ১৯৯০ থেকে ২০২২ ব্যচের সাবেক শিক্ষার্থীরা। আয়োজক কমিটি হিসেবে যাঁরা কাজ করছেন। তারা হচ্ছেন মো: বাবুল সিকদার, শহীদুল ইসলাম আকন, আনন্দ বিনোদন ম্যগাজিনের সম্পাদক এস.এ.এম সুমন সরকার, সিরাজুল ইসলাম রতন,জাহাঙ্গীর আলম স্বপন,উজ্জ্বল সরকার,এমারত, মোতাহার, জহিরুল, রনি, সিমা, খুকন,মোসলেম উদ্দিন, রুমেল রুমান, লিটন দেওয়ান,  আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here