জ্যামাইকায় ‘গলুই’ সিনেমার প্রিমিয়ার-শোতে শাকিব খান

0
535

আনন্দ বিনোদন ডেক্সঃ হৃদের কথা, আকাশ ছোয়া ভালোবাসা, জনপ্রিয় পরিচালক

এস.এ হক অলিক। তারি ধাবাহিকতায় সর্বশেষ মুক্তি প্রাপ্ত, শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি গত রোজার ঈদে মুক্তি পায়। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার ‘কিং খান’খ্যাত শাকিব খান। আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, শামীম শাহেদসহ আরও অনেকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা।  সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরী। আগামী ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষে নিউ ইয়র্ক গেছেন সিনেমাটির পরিচালক এসএ হক অলিক। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here