ডিজাইনার অর্নব মর্তুজা আলী’র এবারের বৈশাখের কালেকশন

0
1852
ডিজাইনার, Trend-Y by Arnob. মডেল - ওয়াকার, পার্থ, রজার, স্বাগতা, তানুশ্রী। লোকেশন - প্রিন্সেপ ঘাট, কলকাতা। ফটোগ্রাফি - আকাশ দাশগুপ্ত।

সৈয়দ রমজান আলী: আমাদের দেশে বৈশাখ মানেই রঙিন সব আয়োজন। সময়ের সাথে সাথে পরিবর্তন হয় মানুষের ধ্যান-ধারনা চিন্তা এবং রুচির। সেই সাথে পরিবর্তন আসে পোশাক-পরিচ্ছদের উপর। বৈশাখ কে উপলক্ষ করে নানা ধরনের আয়োজন থাকে ডিজাইনারদের।

ডিজাইনার অর্নব মর্তুজা আলী’র এবারের বৈশাখের কালেকশন গুলো ছিল মূলত দেশীয় সূতি কাপড়ের উপর। ছেলেদের পাঞ্জাবীগুলোতে আনা হয়েছে একটু ভিন্নতা। এক রঙের কাপড়ের উপরে শেরওয়ানি কাট, হালকা প্রিন্টের কাপডের উপরেও বিভিন্ন ধরনের প্যাটার্নের কাজ করা হয়েছে। মেয়েদের পোশাকের মধ্যে ছিল দেশিয় তাতের উপরে লং ড্রেস, কুরতি, লাল এবং বাহারি রঙের সিল্ক কাপড় ব্যাবহার করা হয়েছে শাড়িতে। আবহাওয়া এবং সকল বয়সী মানুষের সামঞ্জস্য রেখে যুগোপযোগী কালেকশন গুলো তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here