নঈম ইমতিয়াজ নেয়ামুল এর পরিচালনায় আবারো পাঁচ বছর পরে চলচ্চিত্রে ফিরেলেন পূর্ণিমা।
পাঁচ বছর পর একসঙ্গে নতুন দুটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। একই পরিচালকের দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে অক্টোবর মাসেই। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ এবং ‘গাঙচিল’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। ‘জ্যাম’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ এবং ‘গাঙচিল’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। এরই মধ্যে দুটি চলচ্চিত্রের মহরতও অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর আবার চলচ্চিত্রে অভিনয়ে ফিরে পরপর দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন। একসঙ্গে দুটো চলচ্চিত্রে কাজ করাটাকে কীভাবে দেখছেন আপনি? জবাবে পূর্ণিমা বলেন, ‘যে পাঁচ বছর নতুন চলচ্চিত্রে অভিনয় করিনি আমি সেই পাঁচ বছর কিন্তু একটার পর একটা চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব এসেছিল। কিন্তু গল্প কিংবা চরিত্র কোনোটাই আমার হৃদয় স্পর্শ করতে পারেনি। তাই কাজ করা হয়ে ওঠেনি। যে দুটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি দুটোতেই আমার বন্ধু ফেরদৌস আছে। যে কারণে দুটি চলচ্চিত্র সম্পর্কে আমি পুরোপুরি অবগত। যার ফলে আমি বুঝে-শুনেই দুটি চলচ্চিত্রে কাজ করতেই সম্মতি জানিয়েছি। একসঙ্গে দুটি চলচ্চিত্রে কাজ করা আমার জন্য এই সময়ে অনেক বড় চ্যালেঞ্জ।