পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্রাশ’ প্রযোজনা করছেন জুলফিকার আলম চাকলাদার

0
1268

নিজস্ব প্রতিবেদক: ললিপপ এন্টারটেনমেন্ট এর ব্যানারে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্রাশ’ প্রযোজনা করছেন জুলফিকার আলম চাকলাদার। পরিচালক পলাশ খান জানান, আগামী মাসে ‘ক্রাশ’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটিতে নায়ক হিসাবে দেখা যাবে সুদর্শন সৌরভ ফারসীকে। সাথে আরো অভিনয় করছেন একঝাক তারকা শিল্পী । জুলফিকার আলম চাকলাদার (সোহান) এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ক্রাশ’। সিনেমাটিতে হিরু ফকিরের কণ্ঠে দুটি গান থাকবে যার সঙ্গীত পরিচালনা করেছেন আরেফিন রুমী ও মুশফিক লিটু। জুলফিকার আলম চাকলাদার (সোহান ) একজন মিডিয়া প্রেমী। ‘ক্রাশ’ মুভিতে একটি গানের কথা ও সুর নিজেই করেছেন। সিনেমাটির প্রধান খল নায়ক চরিত্রেও অভিনয় করছেন তিনি। বাংলা চলচ্চিত্রে একটি নতুন ধারার জন্ম দিবে ‘ক্রাশ’ ।