জীবনভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’

0
1007

 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর শুটিং শুরু হলো। গত ৫ অক্টোবর শুক্রবার নজরুলের কিশোর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এই ডকুফিল্মের পরিচালক ফেরদৌস খান কেক কেটে ক্যামেরা চালিয়ে এর শুটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত নজরুল কেন্দ্রে অনুষ্ঠিত এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলামের লজিং অভিভাবক বিচুতিয়া বেপারি পরিবারের সদস্যরা।

কেন ত্রিশাল থেকে ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর কাজ শুরু করলেন- এমন প্রশ্নের জবাবে পরিচালক বললেন, ‘‘ত্রিশাল ছিল নজরুলের জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। এখানকার কাজীর সিমলা গ্রামের দারোগা রফিজউল্লা আসানসোলের রুটির দোকানে কাজ করা দুখু মিয়াকে সঙ্গে নিয়ে এসে দরিরামপুর স্কুলে ভর্তি করান। শুরু হলো জাতীয় কবির আবার পড়াশোনা। এমনটা না হলে নজরুলের জীবন তো অন্যরকমও হতে পারতো! সুতরাং সেই গুরুত্ব বিবেচনায় ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর শুটিং শুরুর স্থান হিসেবে আমি ত্রিশালকে বেছে নিয়েছি। পরে আমরা আসানসোলেও শুটিং করবো।’’ এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, নজরুল গবেষক, কাজীর সিমলার দারোগাবাড়ি, নামাপাড়ার বিচুতিয়া বেপারি পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here