মেরিল ফোক ফেস্ট: ৭ সেপ্টেম্বর রাত শুক্রবার ৯:০০ টায় প্রচারিত হবে মেরিল ফোক ফেস্ট। গান করবেন শিল্পী- বাউলা, ফকির শাহাবুদ্দিন (বাংলাদেশ), কুটুম্বা (নেপাল), তেনজিন চো’য়েগাল (তিব্বত), মিকাল হাসান ব্যান্ড (পাকিস্তান), বাসুদেব দাস বাউল, নুরান সিস্টার্স (ভারত)।