রক্তদানের আহবান জানিয়েছেন অভিনেতা জামশেদ শামীম

0
1261

স্টাফ রিপোর্টারঃ একজন মুমূর্ষু রোগীকে রক্তদানের জন্য গন্তব্যে পৌঁছে যান রক্তদাতা। যেমনটি জয়ের জন্য লড়ে যান প্রতিটি ক্রিকেটার। এমনই এক দেশপ্রেম ও মানব প্রেমের গল্প নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য ‘গন্তব্য’। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন জামশেদ শামীম। সুব্রত দেবের সংলাপে স্বল্পদৈর্ঘ্যটি নির্মান করেছেন অর্প মজুমদার।

কাজটি সম্পর্কে অভিনেতা জামশেদ শামীম বলেন, রক্ত দিন, জীবন বাচাঁন। আপনার দেওয়া এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি মানুষের জীবন। বেঁচে যেতে পারে একজন গর্ভবতী মা ও সন্তান, এক্সিডেন্ট করা একজন মানুষ, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে লড়ে যাওয়া বাচতে চাওয়া সেই মানুষ। আমি সেচ্ছায় রক্তদান করি। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি চার মাস পরপর রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না বরং আরো উপকার হয়। তাই আসুন আমরা সবাই মিলে সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি।

ভিডিওটির লিংকঃ https://www.facebook.com/182175701827667/posts/2523140677731146/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here