নিউজ ডেস্ক: অভিনেতা এটিএম শামসুজ্জামানের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার বিকালে তার অস্ত্রোপচার শেষ হয়।
শামসুজ্জামানের ছোট ভাই জানান, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন এটিএম শামসুজ্জামান। তার মল-মূত্র বন্ধ হয়ে যায়। পরে তাকে রাত ১১টার দিকে রাজধানীর গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় বিকালে।
তিনি ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে। এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। এই অভিনেতা প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা।