আনন্দ বিনোদন ডেস্ক :
দিলু ও মিলু দুই ভাই, ঢাকায় মেসে থাকে। পড়াশোনা শেষ হলেও গ্রামে যায়না বাবার ভয়ে, বাবা ব্যবসাতে বসাতে চাই দুই ভাইকে, সাথে গ্রামের এক চাচার মেয়ের সাথে বিয়ে দিবে দিলুকে। মিলু বড় এবং বেজায় চালাক। বাবাকে সে হাত করে রেখেছে। এদিকে দিলু শটকার্ট-এ বড়লোক হবার জন্য, মিলুকে লুকিয়ে এক বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম করে। বিষয়টা টের পাই মিলু, শুরু হয় দু-ভাইয়ের ইদুর বেড়াল খেলা। আশরাফ উল আলম এর লেখা ” ব্লক” নাটকে অভিনয় করেছেন আরিফ, ইভান, নামিরা, সুমনা সোমা সহ আরো অনেকই। আলম আসাদ মিন্টু-র পরিচালনায় নাটকটি দেখা যাবে আজ রাত ১০ টায়, চ্যানেল নাইনে এর পর্দায়।