এক সময়কার চলচ্চিত্রের নায়ক, শেখ মামুন এখন ঢাকা ১৪ আসনের এমপি পদপ্রার্থী

0
746
শেখ মামুন

আনন্দ বিনোদন ডেস্ক ঃ বাংলা চলচ্চিত্রের এক পরিচিত নাম শেখ মামুন, তিনি এযাবৎকালে ৩৫ টি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে খুনি শিকদার, খাঁচার পাখি,এক মন এক প্রাণ, খুনি বউ,সেভেন মার্ডার, স্পট ডেড,ডাকু ফুলন,বিজলী আমার বোন, পাপী, লীলা খেলা, ভাবীর আদর,সন্ত্রাস দমন,তেজী মেয়ে,আজকের চাঁদাবাজ, ইত্যাদি, পাশাপাশি করেছেন রাজনীতি। ১৯৭৮ সালের ১০ই ডিসেম্বর মিরপুর উত্তর বিশিলে, এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন,তার বাবা মরহুম হাজী মোঃ শেখ সিরাজুল হক,মা হাজেরা খাতুন। শেখ মামুন বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে, স্কুল জীবন থেকেই আওয়ামিলীগের এক জন কর্মী হয়ে দলের জন্য কাজ করেছেন। মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান মিডিয়া পাগল মানুষটি তৃনমুল রাজনীতি শুরু করে গুটিগুটি পা-পা করে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে শেখ রাসেল শিশু কিশোর সংগঠন,থেকে শুরু করে, ছাত্র লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, যুবলীগ, সহ অনেক গুলো পদে প্রতিষ্ঠিত হয়েছেন।তার মধ্যে অন্যতম। (১) সভাপতি কাজীফুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর ঢাকা।(২) সভাপতি মিরপুর শাহ্ আলী আড়ৎদার ব্যবসায়ী কো-অপারেটিভ লিঃ।(৩)সভাপতি দারুসসালাম আড়ৎদার ব্যবসায়ী সমবায় লিঃ।(৪)সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা সুপার মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি।(৫)চেয়ারম্যান গুনন মাল্টিপারপাস কো- অপারেটিভ লিঃ।(৬)সদস্য বিশিল জনকল্যাণ সমিতি। (৭) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। (৮) সদস্য বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ।(৯)সদস্য বিশিল গ্রাম পঞ্চায়েত কমিটি। (১০) সদস্য হজরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। (১১) সদস্য শাহ্আলী মাজার উপকমিটি। (১২) প্রোপাইটর হাজী বানিজ্য ভান্ডার। (১৩) প্রোপাইটর মামুন ট্রেড লিংক। (১৪) প্রোপাইটর হোয়াইট হাউস ড্রাই ক্লিনার্স। (১৫) চেয়ারম্যান সিরাজ বিল্ডার্স প্রাঃ লিঃ।

বর্তমানে মামুন বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রতিষ্ঠাতা ১ম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। শেখ মামুনের বড় চাচা মরহুম শেখ মোঃ সামসুল হক ও ছোট চাচা শেখ মোঃ মুজিবুল হক দুই জনেই মুক্তিযুদ্ধা তারাই শেখ মামুনের রাজনীতির হাতে খড়ি। ১৯৯০ সালে এরশাদ বিরোধি গণঅভ্যুত্থানে মামুনের ভুমিকা ছিলো অপরিসীম, সেই স্বৈরশাসকের গুলিতে তার ফোঁপাত বোনের মেয়ে মারা গেছেন। বংশগত দাদা ও বাপ চাচারা, সুলতানুল আউলিয়া হজরত শাহ্ আলী বোগদাদি (রহঃ) মিরপুরের খাদেম হিসেবে কাজ করেছেন।মামুন এক সাক্ষাৎকারে প্রতিনিধি কে বলেন, “ভালো কিছু করতে গেলে ক্ষমতার প্রয়োজন তার জলন্ত উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। বিগত ৪ এপ্রিল ঢাকা ১৪ আসনের এম.পি জনাব মোঃ আসলামুল হক মৃত্যু বরণ করে, আসনটি শূন্য হয়ে পরায় মিরপুরের স্থায়ী বাসিন্দা ঐতিহ্যবাহী শেখ পরিবারে সন্তান মামুন। আগামী ঢাকা ১৪ আসেন উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ তাকে মনোনয়ন দিলে। তিনি বলেন আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ঢাকা ১৪ আসন তিলোত্তমা নগরী হিসেবে উপহার দিবো। এই আসনে থাকবেনা কোন সন্ত্রাস, ছিনতাই চাঁদাবাজ, থাকবেনা কোন মাদক ব্যবসায়ী।তিনি আরো বলেন কিশোর গ্যাং বন্ধ করতে আমি বদ্ধপরিকর,এবং পথশিশু কিশোর-কিশোরীদের পুর্নবাসন ব্যবস্থা করে সুন্দর স্বচ্ছ আলোকিত দেশ গড়ার লক্ষ্য কাজ করবো ইনশাল্লাহ।