স্টাফ রিপোর্টার: ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুরাধা পারোয়ালের সাথে এই প্রথম জুটি বেধে গানে কন্ঠ দিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী মলয়। ঈদে রিলিজ হতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘তুমি সেই তুমি’। রোমান্টিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে দেখা যাবে শর্মী ইসলামকে।
সম্প্রতি মিউজিক্যাল ফিল্ম ‘তুমি সেই তুমি’র মিউজিক ভিডিও নির্মান করা হয় ঢাকার পুবাইলে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাইনুল ইসলাম মামুন।
এ সম্পর্কে শর্মী ইসলাম বলেন, বাংলাদেশে এই প্রথম ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুরাধা পারোয়ালের নতুন একটি গানের মডেল হয়েছি। এটা আমার জন্য পরম পাওয়া। বেশ ভালো লাগছে। আশা করছি, গানটি দর্শকদের ভালো লাগবে।