আনন্দ বিনোদন :নেপালের ‘গ্রেট হিমালয়ান ট্রেইলে’ বাংলাদেশের হয়ে প্রথম অভিযানে যাচ্ছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এ উপলক্ষে ২ জুলাই সকাল ১১টায় রাজধানীর তৌফিক আজিজ খান সেমিনার হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ফারইস্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রকীব আহমদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক। বিএমটিসির সভাপতি ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত সংবাদ সম্মেলন পরিচালনা করেন। পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ‘গ্রেট হিমালয়ান ট্রেইল’ অভিযান সম্পর্কে বক্তব্য রাখেন।
এতে আরো উপস্থিত ছিলেন আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এস.এ.এম সুমন, যুগ্ম সম্পাদক মীর মোশারেফ অমিও সকল গণমাধ্যম ব্যক্তিত্ব গ্রেট হিমালয়ান ট্রেইল নেপালের পূর্ব থেকে পশ্চিমে ১,৭০০ কিলোমিটার দীর্ঘ। শাকিল আগামী ৬ জুলাই নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।এরপর উত্তর-পশ্চিমে নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত হিলসা শহর থেকে ১৫০ দিনের অভিযান শুরু করবে।ইকরামুল হাসান শাকিল এর আগে হিমালয়ের একটি ৭,০০০ মিটার চূড়া ও একটি ৬,০০০ মিটার চূড়া আরোহন করেছেন।‘গ্রেট হিমালয়ান ট্রেইল’ অভিযানটির স্পন্সর দারাজ বাংলাদেশ লিমিটেড এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।