দুই বন্ধু চঞ্চল ও সজীবের অ্যালবাম

0
1028

 দুই বন্ধু চঞ্চল ও সজীব মিলে তৈরি করছেন একটি অ্যালবাম। এতে গান থাকছে আটটি। এরই মধ্যে দুজনে চারটি করে গানে কণ্ঠ দিয়েছেন। এগুলো বাছাই করা হয়েছে মান্না দে, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, শ্যামল মিত্র প্রমুখর কালজয়ী গান থেকে। নতুন করে সংগীতায়োজন করছেন সজীব নিজেই। চলতি বছরের ডিসেম্বরে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা তাঁদের।

তানভীর আলম সজীব বলেন, ‘চঞ্চলের সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় এক যুগের। অনেক আড্ডাবাজি হলেও এবারই প্রথম দুজন একসঙ্গে গান করছি। গত বছর কানাডার টরন্টোতে একটি অনুষ্ঠানে যায় চঞ্চল। তখন আমিও সেখানে। সে সময়ই অ্যালবামটি নিয়ে পরিকল্পনা করি। আমরা যে গানগুলো করছি, সেগুলো সবারই পরিচিত। তবে সংগীতায়োজনে ভিন্ন একটা স্বাদ দেওয়ার চেষ্টা করছি। কাজ শেষ হলেই অ্যালবামটি কিভাবে প্রকাশ করব তা নিয়ে চিন্তা করব।’