নিউইয়র্কে মিস্ পিংক ২০২২ হলেন মেহজাবীন মেহা

0
984

আনন্দবিনোদন,নিউইয়র্কপ্রতিনিধি ঃগত ২৬শে জুন আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ৬৫ জন বাংলাদেশি প্রবাসী নারী নিয়ে মিস পিংক বিউটি কন্টেস্ট ২০২২ সুন্দরী প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় মিস পিংক কুইন ২০২২ হয়েছেন মেহজাবীন মেহা। মিস কুইন ২০২২ এর জন্য উপহার হিসেবে ছিল ১০০০ ডলার চেক,ড্রেস, হিরার জুয়েলারি,ও সিনেমার জন্য সাইনিং মানি সহ চুক্তি। তিনি পেশায় একজন মডেল,অভিনেত্রী ও গায়িকা। তিনি জানান গত ৬ মাস ধরে এই প্রতিজোগীতার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম।অনেক গুলো ধাপ পেড়িয়ে সবার মাঝে মিস্ কুইন হতে পেরে আমি খুবই আনন্দিত খুব  ভালো লাগছে। দায়িত্ব এখন আরও বেড়ে গেল। নিজের দেশের জন্য কিছু করতে চাই।

আগামী বছর আমি মিসেস ওয়ার্ল্ড ২০২৩ তে অংশগ্রহণ করবো ইংসাল্লাহ। তার জন্য নিজেকে প্রস্তুত করছি। ডায়েট, জিম,নাচের প্র‍্যাক্টিস চলছে। আমি খুবই আশাবাদী। মিসেস ওয়ার্ল্ড এ অংশগ্রহণ করে বাংলাদেশ কে বিশ্ব দরবারে  প্রেজেন্ট করতে চাই। একজন বাঙ্গালী নারী হিসেবে আমি গর্বিত । অনুষ্ঠান টি আয়োজন করেছেন শাহরিন আলম আরেফিন বানী। তিনি একজন ব্যাবসায়ী ও সাইকোলোজিস্ট।তিনি বিগত ৫ বছর ধরে বাংলাদেশি নারীদের নিয়ে এই অনুষ্ঠান করছেন। উপস্থাপনায় ছিল রুপন্তি রুপ ও হিমেল। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন উত্তর আমেরিকার বিখ্যাত শিল্পী রুকসানা মির্জা, মারশাল টিটো, আরও অনেকে। ছিল ফ্যাশন শো, অভিনয়।