ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডি সি ২০২১ হোস্ট কমিটির সাপ্তাহিক নিয়মিত সভা অনুষ্ঠিত

0
771

সৈয়দ রমজান আলী : ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডি সি ২০২১ হোস্ট কমিটির সাপ্তাহিক নিয়মিত সভা আজ ৩রা জুন মেরিল্যান্ড এর স্পাইসি গ্রীল এ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়. প্রায় তিন ঘন্টা চলমান সভায় সভাপতিত্ব করেন হোস্ট কমিটির সদস্য সচিব জনাব কবিরুল ইসলাম. সভায় কনভেনশন সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়. সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনাব লস্কর আহমেদ, জনাব জাহাঙ্গীর কবির বাবলু, জনাব মোতালিব মামুন, জনাব সারোয়ার হোসেন, জনাব ফিরোজ খালেক খান ও জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন. সব শেষে সভার সভাপতি জনাব কবিরুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও সবাইকে রাতের খাবারের আপ্পায়ন করা হয়