২৮ সেপ্টেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অটিজম রোগের প্রতিকারে সচেতনতা বাড়াতে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। বিকেল থেকে শুরু হওয়া এই কনসার্টে গাইবে দেশের ১২টি ব্যান্ড।
এই কনসার্টে গাইবে মাকসুদ ও ঢাকা, মাইলস, ওয়ারফেজ, সোলস, দলছুট, ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, নেমেসিস, ভাইকিংস, আর্বোভাইরাস এবং ড্রিক। বামবার এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং পিডিএফএ-ভোকেশন্যাল ট্রেনিং সেন্টার।
হামিন আহমেদ বলেন, ‘সংগঠনটির যাত্রার শুরু থেকে বামবা যা কিছু করেছে তার ৯০ শতাংশ কাজের পেছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। সর্বশেষ যে কনসার্ট করেছি সেটিও ছিল “নো ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন”।’
অটিজম সারা পৃথিবীতে এখন বিশাল একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, জানিয়ে হামিন আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রেও অটিজম এখন ব্যাপকভাবে বেড়ে গেছে। বাংলাদেশে এই সচেতনতার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কার্যালয় থেকে এ নিয়ে অনেকে কাজ করা হচ্ছে। অনেক উদ্যোগ বেশ প্রশংসনীয়ও হচ্ছে। কিন্তু আমরা মনে করেছি যে এ রকম একটা জটিল বিষয়ে সচেতনতা বাড়ানো এখনই খুব প্রয়োজন। ঢাকার নাগরিকেরাও সচেতনতার দিক দিয়ে প্রাথমিক অবস্থায় আছে। সবাই মিলে এটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। আমরা এই উদ্যোগের সঙ্গে নিজেদের রাখতে চাই। আমরা মনে করি, মানুষের মধ্যে অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানো খুব জরুরি। এটার ব্যাপকতা যেহেতু সারা বাংলাদেশে, তাই সারা দেশে কাজ করতে চাই।’
হামিন আহমেদ আরও বলেন, ‘আপাতত ঢাকায় শুরু হলেও সামনের দিনগুলোতে সারা দেশে এটা নিয়ে কাজ করতে চাই। বড় চিন্তাভাবনার এটা শুরু। সংগীতকর্মী হিসেবে মনে করি, এ রকম একটা মহৎ উদ্যোগে আমরা যদি যুক্ত থাকতে পারি, সচেতনতা বাড়াতে পারি, তবে মানসিক তৃপ্তি পাব। সংগীত তো সব সময় করে আসছি, এটা অন্য রকম সার্থকতা পায় আরকি।’