বিশ্ববাংলা সাহিত্য নিকেতন সেরা শিল্পী সম্মাননা পেলেন কামরুজ্জামান রাব্বী

0
1613
বিশ্ববাংলা সাহিত্য নিকেতন সেরা শিল্পী সম্মাননা হাতে কামরুজ্জামান রাব্বী। ছবি: সংগৃহীত

আশরাফুল ইসলাম আকাশ: শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্ববাংলা সাহিত্য নিকেতন আয়োজিত ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯’ কবিতা পাঠ গুনীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়। কবিতা পাঠ ও গান পরিবেশনের পরে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরষ্কার তুলে দেয় অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি। এ সময়ের সেরা শিল্পী ক্যাটাগরিতে সম্মাননা পায় সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বী। ‘আমি তো ভালা না ভালা লইয়া থাইকো’ এই জনপ্রিয় গানের সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বী ইতোমধ্যেই লাখো দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও প্রতিনিয়তই তার গাওয়া অনেক গানই ভাইরাল হচ্ছে।

সম্মাননা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্মাননা পেতে কার না ভালো লাগে। আসলে এ সম্মাননা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়।