বোচাগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

0
126

মোঃ লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
“শিক্ষার আলোয় জাগ্রত হোক চেতনা”
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে সেতাবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় উক্ত আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকার এর সভাপতিত্বে ও মাহাবুব আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার সন্মানিত মেয়র আসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক.খ. আলাওল সরকার, প্রমুখ। আলোচনা সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি ১৯৬৬ সাল থেকে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসটি পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে আমরা বলতে চাই? সাক্ষরতা একটি মানবীয় অধিকার এবং সর্বস্তরের শিক্ষার মুল ভিত্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here