মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি- আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক- আমিরুজ্জামান আমির

0
168

মোহাম্মদ মাহবুব উদ্দিন :

অদ্য ০৪/০৭/২০২৪ ইং তারিখে বৃহত্তর মিরপুরের সংবাদপত্র কর্মী/সাংবাদিকদের নিয়ে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন ও মোঃ আমিরুজ্জামান আমির কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হলো। উল্লেখ্য মিরপুর প্রেসক্লাব ১৯৯৫ ইং থেকে সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট রয়েছে। রাষ্ট্রিয় কর্মকান্ডের পাশাপাশি সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
মোঃ আমিনুল ইসলাম রিপন- সভাপতি, সেলিম রাহয়ান- সিনিয়র সহ-সভাপতি, এস এম বদরুল আলম সিনিয়র সহ-সভাপতি, এস এ এম সুমন- সহ-সভাপতি, এ জেড এম মাঈনুল ইসলাম পলাশ- সহ-সভাপতি, আজিজুর রহমান টুটুল- সহ-সভাপতি, শেখ মিজানুর রহমান- সহ-সভাপতি, হায়দার আলী- সহ-সভাপতি, হেদায়েতুর ইসলাম নাসিম- সহ-সভাপতি, মিজান খন্দকার- সহ-সভাপতি, কাজী সফিউল ইসলাম (আল-আমিন)- সহ-সভাপতি, মোঃ আলমগীর হোসেন- সহ-সভাপতি, মোঃ আমিরুজ্জামান আমির- সাধারণ সম্পাদক, আফজাল হোসেন জাকির- যুগ্ম সাধারণ সম্পাদক, আবু তাহের শামসুজ্জামান- যুগ্ম সাধারণ সম্পাদক, লায়ন রাশিদা হামিদ অনি- যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদি হাসান মিরাজ- যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান তারেক আরিফিন- সহ-সাধারণ সম্পাদক, শফিকুর রহমান শফি- সহ-সাধারণ সম্পাদক, সর্দার মাজহারুল ইসলাম- সহ-সাধারণ সম্পাদক, মোঃ মাসুদ মৃধা- সহ-সাধারণ সম্পাদক, সোহেল আহমেদ বাপ্পী- সহ-সাধারণ সম্পাদক, এস এম নিপু- সাংগনিক সম্পাদক, নজরুল ইসলাম- সহ-সাংগনিক সম্পাদক, ফরিদা পারভীন ববি- সহ-সাংগনিক সম্পাদক, মাহাবুব আলম- সহ-অর্থসম্পাদক, মোঃ নিজাম উদ্দিন- প্রচার সম্পাদক, সোহরাব হোসেন বাবু- সহ-প্রচার সম্পাদক, রেজাউল করিম রেজা- দপ্তর সম্পাদক, সুলতানা জসীম সিমা- সাংস্কৃতিক সম্পাদিকা, রুদ্র রায়হান পিয়াল- আইন সম্পাদক, কাকলি আক্তার- মহিলা বিষয়ক সম্পাদিকা, মজিবর রহমান আসলাম- ক্রিয়া সম্পাদক, সুমি রহমান- সমাজ কল্যাণ সম্পাদক, সুমি খানম- তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোঃ ইসমত দোহা- ত্রাণ ও দূর্যোগ সম্পাদক, আব্দুল্লাহ সালেহীন নির্বাহী সদস্য, আব্দুর রহিম- নির্বাহী সদস্য, মাসুদ ব্যাপারী- নির্বাহী সদস্য, জাহাঙ্গীর আলম মামুন- নির্বাহী সদস্য, সৌরভ- নির্বাহী সদস্য, শরিফুল ইসলাম মিলন- নির্বাহী সদস্য, লুৎফা আলী- নির্বাহী সদস্য, সিরাজুল ইসলাম- নির্বাহী সদস্য, লিমন করিম- নির্বাহী সদস্য, রিয়াদ হোসেন- নির্বাহী সদস্য, সাদ্দাম হোসেন মুন্না- নির্বাহী সদস্য, মোঃ মানিক সর্দার- নির্বাহী সদস্য, মোঃ সোহেল রানা- নির্বাহী সদস্য, মোঃ সালাউদ্দিন আহমেদ- নির্বাহী সদস্য।