ধ্রুব মিউজিক স্টেশনে মুক্তি পাচ্ছে খায়রুল ওয়াসী’র ‌‘গোপন প্রেম’ মিউজিক ভিডিও

0
1573

নিউজ ডেস্ক:- ধ্রুব মিউজিক স্টেশনের ফোকগানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’ থেকে প্রকাশিত হতে যাচ্ছে খায়রুল ওয়াসীর ‌‘গোপন প্রেম’ শিরোনামের গানটির ভিডিও। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। সুর করেছেন খায়রুল ওয়াসী নিজেই আর সংগীত আয়োজন করেছেন সজীব দাস।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে, ভিজ্যুয়ালাইজারের ব্যানারে সৈকত নাসিরের তত্ত্বাবধানে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতী। এতে মডেল হিসেবে আছেন সুপ্ত এবং এস কে তৃষ্ণা। ভিডিওতে দেখা যাবে খায়রুল ওয়াসীকে।

খায়রুল ওয়াসী জানান, শ্রোতা-দর্শকদের ভালোবাসায় বরাবরই আমি মুগ্ধ হয়েছি। তাদের ভালোবাসার প্রতিদানই হচ্ছে আমার গান গাওয়া। তারা আমাকে ভালোবাসা দেয় আর আমি তাদের উপহার দেই গান। তাই তাদের ভালোবাসার কথা চিন্তা করেই গান করতে হয়। এই গানটিও তার ব্যতিক্রম নয়। অডিও-ভিডিও অনেক যত্ন নিয়ে করেছি আমরা। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

৩১শে জানুয়ারি বৃহস্পতিবার ধ্রুব মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘গোপন প্রেম’ গানের ভিডিও।