লাক্সতারকা মেহজাবীন চৌধুরী নিয়মিত কাজ করেন। সকাল থেকে মধ্যরাত অবধি শুটিং করে আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। এতে করে কিছু সমস্যার পড়তে হয় তাকে। শুধু তাই নয়, সব শিল্পীই এই সমস্যার মুখোমুখি হন। এ বিষয়ে পরিচালক ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় এই তারকা অভিনেত্রী।
নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে মেহজাবীন একটি স্ট্যাটাস দিয়েছেন। পরিচালক ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে মেহজাবীন বলেন, আমরা যারা অভিনয় ও পরিচালনার সঙ্গে জড়িত তারা যেন সকাল ১০ টা থেকে রাত ১০ টা অবধি শুটিং করার যে নিয়মটা আছে সেটা মেইনটেইন করি। এছাড়া যদি আমাকে সকাল ৬ টায় দরকার হয় তাহলে বিকাল ৬ টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। আপনারা নিশ্চয় জানেন, অনেক রাত পর্যন্ত কাজ করাটা মানসিক এবং শারীরিক দুইভাবেই হ্যাম্পার করে আমাদের। এবং পরের দিন যে শিডিউলটি আমি অলরেডি লক করেছি এবং নিজের শতভাগ দেওয়ার কথা দিয়েছি, সেটি আগের দিনের ‘লেট নাইট’-এর জন্য নানা ভাবে হ্যাম্পারড হয়। এতে করে আমার সাথে কাজ করা অন্য ডিরেক্টর, টিম বা কো–আর্টিস্টও ক্ষতিগ্রস্থ হচ্ছে, কাজটি শতভাগ হচ্ছে না একই সঙ্গে, আমরা বেস্ট আউটপুট দিতে পারছি না।