প্রিয়াংকা ইসলাম: সম্প্রতি রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে বিজ্ঞাপনের ডিজিটাল মাধ্যম এর মডেলদের সাথে নিয়ে কেক কাটা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে বিজ্ঞাপন বিডি কোম্পানিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এসময় কোম্পানির এমডি এ বি এম রিয়াজুল হাসান ও ডিএমডি সজিব হোসেন সহ মডেল লামিমা লাম, মারিশা রহমান, আরোহি মিম, মারজিয়া মুমু, আনিকা মিম, সাবিরা মুবাশ্বিরা, জেনিফার জেনি, মানহা আহমেদ, সুলতানা লাবিবা, আল রোজা, জয়া জামান, ফারজানা আফরিন সুমাইয়া, তানিশা সিদ্দিক, তারানা ছোঁয়া, আফরিন অ্যানি, ফারজানা ফেরদৌস ও প্রাচুর্জয়া রায় উপস্থিত ছিলেন।