অ্যাঞ্জেলিনা জোলি, মনিকা বেলুচির পর যৌন হয়রানি নিয়ে এবার মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। এই হলিউড তারকা বিয়ে করেছেন হার্টথ্রব টম ক্রুজকে। কেন ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেছিলেন নিকোল সেই প্রশ্নের উত্তর জানালেন তিনি নিজেই। তিনি বলেন, যৌন হয়রানি থেকে বাঁচতেই টমকে বিয়ে করেছিলেন তিনি।
নিকোল কিডম্যান বলেন, ‘ভালোবাসতাম টমকে আমি। কিন্তু বিয়ে করেছি নিজেকে যৌন হয়রানি থেকে বাঁচাতে পারবো বলে। টম ক্রুজ হলিউডের অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। তার স্ত্রী হিসেবে কোনো প্রযোজক বা নির্মাতা আমার দিকে লোভ করবে না সেটা আমি জানতাম। এবং সত্যি যে, ওই বিয়ে আমাকে যৌন হেনস্তা থেকে দূরে রেখেছে।’
হলিউডে নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনসহ অনেক যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। এগুলো প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেন, ‘অবশ্যই আমিও মিটু হ্যাশট্যাগ আন্দোলনে শামিল হওয়ার মতো মুহূর্তের সম্মুখীন হয়েছি। তখন আমি খুব ছোট।’
১৯৯০ সালে টম ক্রুজকে বিয়ে করেন নিকোল কিডম্যান। এর কয়েকদিন আগে তারা একসঙ্গে ‘ডেজ অব থান্ডার’ ছবির কাজ শুরু করেন। ২০০১ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। সংসারে দুই সন্তান দত্তক নেন দু’জনে। তারা হলেন ইসাবেলা (২৫) ও কনোর (২৩)।