শুরু হলো ‘ঢাকা টু দার্জিলিং’

0
1809

 শুরু হলো ‘ঢাকা টু দার্জিলিং’ টেলিফিল্ম এর শুটিং। ধানমন্ডির বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির চিত্রায়ন শুরু হয়। নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে(বান্ধবী) অভিনয় করেছেন- সুমি, রোকসানা, ঐশী, নওমী, লাবন্য, জান্নাত শাহ, শিলা, বন্ধু চরিত্রে- রাজন, সাজু, জিনিয়া, এজাজ, শাকিল। কলেজ পড়ুয়া বেশ কয়েকজন বন্ধুরা মিলে বেড়াতে যাবে দার্জিলিং। আর এ বেড়ানোকে কেন্দ্র করেই ঘটবে নাটকীয় নানান রকমের ঘটনা। এভাবে এগিয়ে চলবে টেলিফিল্মটির নির্মান করার গল্প। টেলিফিল্মটির চিত্রনাট্য পরিচালনা করছেন আবুল খায়ের রফিক। টেলিফিল্মটির চিত্রগ্রাহক হিসেবে আছেন উৎপল দেব নাথ।

টেলিফিল্ম সম্পর্কে পরিচালক আবুল খায়ের রফিক জানান, এটি একটি ভ্রমন কাহিনী। কলেজ পড়ুয়া বেশ কিছু ছেলে-মেয়ে ঢাকা থেকে বেড়াতে যাবে দার্জিলিং। আর অপরিচিত জায়গায় বেড়াতে যেয়ে নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে। আর তখনি দার্জিলিং এ কলেজ পড়ুয়া ওখানকার আরেকটি দলের সাথে পরিচয় ঘটবে। আর ঐ দলের বন্ধুত্বপূর্ণ সহায়তায় সমস্যাগুলো থেকে উত্তীর্ণ করবে ঢাকা থেকে যাওয়া দলটি। আর এতে করে দুই দেশের কলেজ পড়ুয়া ছেলে-মেয়ের তৈরী হয় দৃঢ় সম্পর্কের।