যাইন খান: বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখলেন মাহাদিয়া নাইম ও নামিরা নাইম। নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজ। তাদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। এবার এই তারকা জুটির দুই মেয়ের অভিষেক হলো অভিনয়ে। জানা গেছে, প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করছেন মাহাদিয়া ও নামিরা। ঈদ উপলক্ষে নির্মিত বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। এর শুটিং হয়েছে গেল গত ১৪ জুন। আর এটি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ টিম। বিজ্ঞাপনচিত্রটি আসছে ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হবে। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তারা।