সারার সঙ্গে আরিয়ানের চুমুর ভিডিও ভাইরাল

0
1178
সারা আলী খান ও কার্তিক আরিয়ান

নিউজ ডেস্ক: সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই বলি পাড়ায় শোনা যাচ্ছে। এবার শুটিং সেটেই একে অপরকে চুমু খেয়েছেন। ইমতিয়াজ আলির ছবি লাভ আজ কাল-২ শুটিং শুরু হতেই এই চুমুকাণ্ড! সেই ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে রীতিমতো হৈ চৈ পড়ে যায়। এর আগেই কফি উইথ করণে এসে সারা জানিয়েই ছিলেন তিনি কার্তিক আরিয়ানকে ডেট করতে চান। কার্তিকও একই মঞ্চে এসে সারার প্রতি একটা আকর্ষণের কথা স্বীকার করে নিয়েছিলেন। তাইবলে এভাবে প্রকাশ্যে চুমু! ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন নায়ক।

মুখ খুলেই একটা প্রশ্ন ছুড়ে দিলেন কার্তিক। আদৌ কি তাদের চুমুর ছবিই ভাইরাল হয়েছে? যার মানে দাঁড়ায়, তিনি বা সারা নন, অন্য কেউ খাচ্ছেন সেই চুমু! মানেটা কী!