সালেহ আহম্মেদ মনার ‘কল্পনায় ভালোবাসা’

0
1153

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের জন্য নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য ‘কল্পনায় ভালোবাসা’। নাট্য পরিচালক সালেহ আহমেদ মনার সংলাপ ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন জেইন পেরিজ, শর্মী ইসলাম ও কাজী।

সম্প্রতি ঢাকার লালমাটিয়া ও মগবাজারের দিলু রোডে স্বল্পদৈর্ঘ্যটির ভিডিওচিত্র ধারন সম্পন্ন হয়।স্বল্পদৈর্ঘ্যটি পিপড়া প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

স্বল্পদৈর্ঘ্যটি সম্পর্কে সালেহ আহম্মেদ মনা বলেন, ‘কল্পনায় ভালোবাসা’ শর্টফিল্মটি একটি অপরিণত প্রেমের গল্প নিয়ে নির্মান করেছি। আশা করছি সবাই দেখবেন এবং সবাইকে ভালো লাগবে। ঈদুল ফিতরের আমাদের ইউটিউব চ্যানেলে সকলের জন্য উন্মুক্ত করা হবে।