১২ বছর পরে জুটি বাঁধতে যাচ্ছেন শাহরুখ-রানি

0
1119

 ৯০’ দশকে বলিউডের পদার্জুড়ে যে জুটিগুলো দশর্কদের আনন্দ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম বলিউড তারকা শাহরুখ খান ও রানি মুখাজি। এ জুটিকে সবের্শষ দেখা গেছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ ছবিটিতে। তারপর মাঝে পার গেছে দীর্ঘ সময়। এরপর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতি কাটিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তারা। জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-রানি। বলিউডে নিমির্ত হতে যাচ্ছে ভারতীয় মহাকাশবিদ রাকেশ শমার্র বায়োপিক। ‘স্যালুট’ নামের এই বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে ছবিটির নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল জল্পনাকল্পনা। কখনো কারিনা কাপুর বা কখনো ভূমি পেন্ডেকারের নাম শোনা যাচ্ছিল।

সম্প্রতি একটি মালায়লাম ছবির বিশেষ প্রদশর্নী অনুষ্ঠানে এসে ‘স্যালুট’র নায়িকা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সিদ্ধাথর্ কাপুর। তিনি জানান, শাহরুখের বিপরীতে পছন্দের তালিকায় আছেন রানি মুখাজির্। খুব শিগগিরই রানিকে ছবিটির জন্য প্রস্তাব দেয়া হবেও বলে জানিয়েছেন তিনি। এর আগে ‘কুচ কুচ হোত্যা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীরজারা’, ‘পাহেলি’ ও ‘কাভি আলবিদা না ক্যাহনা’র মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন এ তারকা জুটি। আবারো ১২ বছর পরে জুটি বাঁধতে যাচ্ছেন শাহরুখ-রানি খবরে বলিউড সর গরম হয়ে উঠেছে সারাবিশ্বের গণমাধ্যাম ও সিনেমাপ্রেমীরা।