তরুণ-তরুণী নাট্যচক্র’র দুই যুগ পূর্তিতে সাংস্কৃতিক উৎসব

0
151

মো: আতিকুর রহমান: “সুশিক্ষা ও সুস্থ সংস্কৃতিতে বেড়ে উঠুক প্রজন্ম থেকে প্রজন্ম” এই স্লোগানকে ধারন করে তরুণ-তরুণী নাট্যচক্র’র দুই যুগ পূর্তি ও বাংলা নববর্ষের আগমন উপলক্ষ্যে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে।

ঈদুল ফিতরের ২য় ও ৩য় দিন সিরাজগঞ্জ জেলার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তরুণ-তরুণী নাট্যচক্র” সোলাপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করেন।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য
অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। সম্মানিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের বরেণ্য ব্যাক্তিবর্গ।

সংগঠ‌নের প্রতিষ্ঠাতা ও সভাপ‌তি হা‌বিব তাড়াশী ব‌লেন, “মাদক ও জঙ্গীবাদ রো‌ধে সৃজনশীল ও মেধাবী শিক্ষার্থী‌দের শিক্ষা উপহার প্রদান, সমা‌জের পি‌ছিয়ে পরা মানুষ‌দের সামা‌জিক ও আ‌র্থিক সেবা প্রদা‌নের জন‌্য ধারাবা‌হিক ভা‌বে কাজ কর‌ছে তরুণ তরুণী নাট‌্যচক্র। সংগঠ‌নের ২ যুগ পু‌র্তিতে সংগঠ‌নের সকল পর্যা‌য়ের সদস‌্য ও শুভাকাঙ্খী‌দের শু‌ভেচ্ছা।”

উৎসবে ঈদের ২য় দিন গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়, ঈদের ৩য় দিন সংগঠনের ও দেশবরেণ্য শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান এবং তরুণ তরুণী নাট্যচক্রের পরিবেশনায় ও হাবিব তাড়াশীর নির্দেশনায় নাটক “মরু থেকে সোনাদ্বীপ” মঞ্চায়িত হয়।