‘জেমস বন্ড’ অভিনেতা ডেনিয়েল ক্রেগ ও ‘দ্য মামি’-খ্যাত অভিনেত্রী র্যাচেল ভাইসের সংসারে প্রথম সন্তান এল। সাত বছরের দাম্পত্যজীবনের পর গত শনিবার কন্যাসন্তানের বাবা-মা হলেন তাঁরা।
গত এপ্রিলে এক সাক্ষাৎকারে র্যাচেল জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা। সে সময় নিউইয়র্ক টাইমসকে র্যাচেল বলেন, ‘ডেনিয়েল আর আমি খুব খুশি। আমাদের জীবনে একজন নতুন মানুষ আসছে। তার সঙ্গে দেখা করার জন্য অধীর হয়ে আছি আমরা। কী যে একটা কৌতূহল আর রোমাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছি।’
ডেনিয়েল ক্রেগ ও তাঁর প্রথম স্ত্রীর সংসারে ২৬ বছর বয়সী এক মেয়ে আছে। আর র্যাচেল ওয়াইসের আগের সংসারে আছে ১২ বছর বয়সী এক ছেলে।
৫০ বছর বয়সী ডেনিয়েল ও ৪৮ বছর বয়সী র্যাচেলের প্রেম শুরু হয় ২০১০ সালে। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। এই দম্পতি নবজাতকের নাম এখনো প্রকাশ করেননি।